যদি আমরা স্ট্রিংকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রেখে মাল্টি লাইন স্ট্রিং বানাই তখন পাইথন আমাদের এরর শো করবে। যদি মাল্টি লাইন স্ট্রিং বানাতেই হয় তাহলে স্ট্রিংকে থ্রী সিঙ্গেল কোটেশন অথবা থ্রী ডাবল কোটেশন এ রাখতে হবে।
#সিঙ্গেল কোটেশনে মাল্টি লাইন স্ট্রিং
a = '''Hi I Am Multi Line String
In Single Quotes . '''
#ডাবল কোটেশনে মাল্টি লাইন স্ট্রিং
b = """"Hi I Am Multi Line String
In Double Quotes ."""