এই অধ্যায়ে আপনি “Hello, World!” তথা প্রোগ্রাম লেখা শিখবেন।
কেন “Hello, World!” প্রোগ্রাম?
“Hello, World!” হলো একেবারে সাধারণ প্রোগ্রাম যা স্ক্রিনে “Hello, World!” প্রদর্শন করাবে। ইহা খুবই সাধারণ প্রোগ্রাম হওয়ায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স ব্য্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়।
কম্পিউটার এর যেকোনো জায়গায় যেকোনো নামে একটি ফাইল তৈরী করি যেমন hello.py অবশ্যই ফাইল এর এক্সটেনশন .py হবে।
নিচের ভিডিও দেখে hello world প্রথম প্রোগ্রাম রান করি