python-basic

⌘K
  1. Home
  2. Docs
  3. python-basic
  4. অ্যাসারসন(সামনে ও পিছনে দেখা) – Assertions

অ্যাসারসন(সামনে ও পিছনে দেখা) – Assertions

Anchor এর মতোই অনেকটা। কিন্তু এক্ষেত্রে আরো স্পেসেফিকভাবে সার্চ করা যাবে। এগুলো সাধারনত প্রথম ব্র্যাকেটস () এর ভিতরে থেকে কাঙ্ক্ষিত ক্যারেক্টার/স্ট্রিং এর আগে বা পরে বসে সেটার উপর কন্ডিশন অ্যাপ্লাই করে।

?= = : ধরি আমাদের এরকম (d(?=r)) একটা রেগুলার এক্সপ্রেশন আছে। এর মানে হচ্ছে এরকম যদি d এর পরে r থাকে তাহলেই একমাত্র d টাকে সিলেক্ট করা হবে। এক্ষেত্রে r নিজে সিলেক্ট হবে না। আমরা r কে দেখে জাস্ট d কে সিলেক্ট করতে পারবো।

?! = : এটা ঠিক আগেরটার উল্টো। d(?!r) মানে হচ্ছে এমন d কে সিলেক্ট করা হবে যার পরে r নাই। কোনো d এর পরে r থাকলে তাহলে সেটা সিলেক্ট করা হবে না।

How can we help?