python-basic

⌘K
  1. Home
  2. Docs
  3. python-basic
  4. ভ্যারিয়েবল টাইপ কাস্টিং

ভ্যারিয়েবল টাইপ কাস্টিং

Variable Type Casting

ডেটা নিরাপত্তার জন্য অনেক সময় ভ্যারিয়েবল এ টাইপ কাস্ট করতে হয় যাতে ভুল ডেটা স্টোর না হয়। যেমন মনেকরি ডেটাবেসে টাকা নাম কলাম আছে যা শুধু পূর্ন সংখ্যা স্টোর করবে। যদি কেউ দশমিক সংখ্যা দেয় সেক্ষেত্রে আমরা কাস্টিং করে দশমিক এর পরে বাদ দিয়ে পূর্ণ সংখ্যা বানিয়ে নিতে পারি।

roll = int(10.5) # roll will be 10
name = str(14)   # name will be '14'
price = float(50) # price will be 50.0

print(roll )
print(name)
print(price)

# OutPut Like Below 
# 10
# 14
# 50.0                 

How can we help?