1. Home
  2. Docs
  3. numpy
  4. 2d এরে ইনডেক্সিং

2d এরে ইনডেক্সিং

2d এরে ইনডেক্সিং

ভিজ্যুয়ালি ডেটা গুলো নিয়ে এভাবে কাজ করতে পারি।

বাম পাশের ০,১,২ হলো রও ইনডেক্স নাম্বার আর ০,১ হলো কলাম নাম্বার।

যেভাবে সিলেক্ট করবো 2d এরে ?

2d এরে এর মধ্যে এক বা একের অধিক 1d এরে থাকে আমরা প্রথমে 1d রও কে ধরবো এরপর কলাম নম্বর ধরবো

import numpy as np

b= [

[10,20,30],[0,1,2],[0,1,2]

]

print(b[0][1]) #output 20

2d এরে ডাইমেনশন বোঝার চেষ্টা করি

প্রথম [ এর মধ্যে প্রবেশ করলে এক বা তার অধিক 2 ডাইমেনশন এরে রও দেখতে পাবো । উপরে আমরা [ এর মধ্যে 2 টি 2d রও দেখতে পাচ্ছি । যদি 2 ডাইমেনশন এরে হয় তাহলে arr[r][c] নাম্বার দিলেই নির্দিষ্ট এলিমেন্ট পেয়ে যাবো। এখানে r দ্বারা সারি নম্বর এবং c কলাম নম্বর নির্দিষ্ট বুঝানো হয়েছে ।

  • [ ডাইমেনশনে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছি ৩টি ১d এরে আছে ভিতরে
  • 1st row | 2nd row | 3rd row[10,20,30],[0,1,2],[0,1,2]]
  • প্রথম রো হতে ২ নং কলাম সিলেক্ট করি
  • print(b[0][1]) # Output 20

How can we help?