Node.js থেকে MongoDB এর সাথে কানেকশন তৈরী করতে প্রথমে MongoDB Driver ইনস্টল করতে হবে। এজন্য নিচের কমান্ডটি ব্যবহার করুন:
npm install mongodb
MongoDB Driver ইনস্টল হয়ে গেলে নীচের কোডটি ব্যবহার করে কানেকশন তৈরী করতে পারেন:
const { MongoClient } = require("mongodb");
const client = new MongoClient("mongodb://localhost:27017");
const connectToMongo = async () => {
try {
await client.connect();
console.log("Connected to MongoDB");
} catch (err) {
console.error(err);
}
};
module.exports = { client, connectToMongo };
এই কোডটিতে MongoClient
ক্লাস ব্যবহার করে একটি client
অবজেক্ট তৈরি করা হয়েছে। connect()
পদ্ধতিটি ব্যবহার করে MongoDB সার্ভার সাথে কানেকশন তৈরী করা হয়েছে। err
প্যারামিটারটিতে কানেকশনের সময় কোনো ত্রুটি থাকলে সেটি পাঠানো হবে।
কানেকশন তৈরী হয়ে গেলে আপনি MongoDB এর সাথে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারবেন। যেমন, ডাটাবেস তৈরি করা, ডাটাবেস থেকে ডাটা পড়া/লিখা, ডাটাবেস ডিলিট করা ইত্যাদি।