1. Home
  2. Docs
  3. OOP
  4. issubclass()

issubclass()

আমরা যদি চেক করতে চাই যে আমাদের ক্লাসটি কোনো নির্দিষ্ট ক্লাসের সাব ক্লাস কিনা তাহলে issubclass() মেথডে প্রথম প্যারামিটার সাব ক্লাস বা চাইল্ড ক্লাস এবং দ্বিতীয় প্যারামিটার এ প্যারেন্ট ক্লাসের নাম দিলে যদি সত্যি প্যারেন্ট ক্লাসের সাব ক্লাস হয় তবে TRUE রিটার্ন করবে না হলে FALSE রিটার্ন করবে।

    
class Vichlee:
    brand= 'Toyota'
    def welcome(self):
     pass

class Car(Vichlee):
    
    def get_brand(self):
     print(super().brand)
    
print(issubclass(Car,Vichlee))
# ===== Output ==== 
TRUE

How can we help?