MERN

⌘K
  1. Home
  2. Docs
  3. MERN
  4. Api Deploy Cpanel

Api Deploy Cpanel

API সার্ভার টি সাব ডোমেইন এ deploy

সাব ডোমেইন তৈরী করি

প্রথমে সিপ্যানেল লগইন করে একটি ডোমেইন সেকশন হতে একটি সাব ডোমেইন তৈরী করি এবং ডকুমেন্ট রুট সিলেক্ট করি আমি ডিফল্ট হিসাবে আমার সাব ডোমেইন এর নামে নিলাম

ফাইল ম্যানেজার এ একটি ফোল্ডার তৈরী হবে। মূলত আমাদের এপ্লিকেশন এর ফাইল এই ফোল্ডারে থাকবে। একটি ফোল্ডার তৈরী হয়েছে আমরা দেখতে পারছি ।

এখন আমাদের nodejs এপ্লিকেশন এর পরিবেশ তৈরী হবে

Step 1

Step 2:

১. nodejs লেটেস্ট ভার্সন সিলেক্ট করি
২.এপ্লিকেশন মোড production সিলেক্ট করি তাছাড়া ডেভেলপমেন্ট মোড এ রাখলে ডেভেলোপমেন্টের সময় এরর হলে বিভিন্ন শো করে যা ডেভেলপারকে এরর বুঝতে সাহায্য করে ওটা প্রোডাকশন মোড দরকার নেই
৩. ফাইল ম্যানেজার এর এপ্লিকেশন ফোল্ডার সিলেক্ট করুন যেটা সাব ডোমেইন তৈরী করার সময় ডিফাইন করেছিলেন
৪. ডোমেইন বা সাব ডোমেইন সিলেক করুন যেটাতে এপ্লিকেশন টি চলবে।
৫. আমার এপ্লিকেশন এর main ফাইল আমি index.js হিসাবে সেট করেছি কারণ আমি লোকাল মেশিনে যে এপ্লিকেশন বানিয়েছি ঐটার স্টার্ট ফাইল index.js .

Step 3:

এপ্লিকেশনটি চলছে কিনা পরীক্ষা করি

মানে আমাদের সাভার রান আছে

লোকাল প্রজেক্টটি জিপ করবো

আমাদের লোকাল কম্পিউটার এর লোকেশন থেকে আমরা প্রজেক্টটি জিপ করবো তবে nodemodule নামে ফোল্ডার ব্যাতিত।

নোড মডিউলের ফোল্ডার ব্যাতিত অন্য ফাইলগুলো সিলেক্ট করে জিপ করে আপলোড করি।নোড মডিউল install করি

How can we help?