python-basic

⌘K
  1. Home
  2. Docs
  3. python-basic
  4. Membership Operators

Membership Operators

অবজেক্ট এর মধ্যে থেকে কিছু খুঁজে বের করার জন্য মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। আমরা জানি ভ্যারিয়েবল একটি অবজেক্ট এখন একটি নির্দিষ্ট ভ্যারিয়েবল এ আমরা যেটা খুঁজছি সেটা আছে কিনা চেক করার জন্য in এবং not in মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়।

operatorDescription
inযদি সিকোয়েন্স পাওয়া যায় তখন সত্য হবে।
not inযদি সিকোয়েন্স পাওয়া না যায় তখন সত্য হবে।

in

country = 'Bangladesh'
print('B' in country) #True

not in

country = 'Bangladesh'
print('z' not in country ) #True

যেহেতু z country ভ্যারিয়েবল এ নেই তাই সত্য হবে।

How can we help?