অবজেক্ট এর মধ্যে থেকে কিছু খুঁজে বের করার জন্য মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। আমরা জানি ভ্যারিয়েবল একটি অবজেক্ট এখন একটি নির্দিষ্ট ভ্যারিয়েবল এ আমরা যেটা খুঁজছি সেটা আছে কিনা চেক করার জন্য in এবং not in মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়।
operator | Description |
in | যদি সিকোয়েন্স পাওয়া যায় তখন সত্য হবে। |
not in | যদি সিকোয়েন্স পাওয়া না যায় তখন সত্য হবে। |
in
country = 'Bangladesh'
print('B' in country) #True
not in
country = 'Bangladesh'
print('z' not in country ) #True
যেহেতু z country ভ্যারিয়েবল এ নেই তাই সত্য হবে।