python-basic

⌘K
  1. Home
  2. Docs
  3. python-basic
  4. Comparison Operators

Comparison Operators

Comparison Operators

অনেক সময় আমাদের ডেটাকে বিভিন্ন শর্তের সাথে compare করে ডিসিশন নিতে হয় ।

তখন compare operator ব্যবহার করা হয়।

Comparison Operators:

SymbolNameExample
==EqualA == b
!=Not equala != b
>Greater thana >b
>Less thana <b
>=Greater than or equal toa>=b
<=Less than or equal toa<=b

মনেকরি একটি ক্লাস এর রেজাল্ট তৈরী করতে হবে যেখানে কিছু শর্ত আছে নিচের মত।

  • শিক্ষার্থীকে সবগুলো সাবজেক্ট এ পরীক্ষা দিতে হবে।
  • শিক্ষার্থীকে সর্বনিম্ন ৩৩ নম্বর পেতে হবে।
  • শিক্ষার্থীকে ৩৩ এর নিচে নাম্বার হলে ফেল দেখানো হবে।
  • শিক্ষার্থী কোন পরীক্ষায় absent থাকলে ফেল দেখানো হবে।
  • শিক্ষার্থী যদি ৭৯ বা তার কম পায় তাহলে সে A+ পাবে না।

Equal : ==

''' পরীক্ষা হয়েছে ৬ টি।  ৬ দিন উপস্থিত ছিল কিনা ? '''
attend = 6
print(attend == 6) # return True

not Equal : !=

attend = 6
'''যদি ৬ দিন উপস্থিত না থাকে তাহলে ফেল। '''
print(attend !=6 ) # return false

Greater than : >

''' নির্দিষ্ট একটি সাবজেক্ট এ ৩৩ বা তার বেশি পেয়ে পাশ করেছে কিনা ? '''
bangla = 50
print(bangla > 30 ) # Output Trueপাশ

Less Than : <

'''৩৩ এর কম হলে ফেল '''
bangla = 50
print(bangla < 33) # output false ফেল

Greater than or equal to >=

''' এবার আমরা দেখবো মার্ক ৩৩ এর সমান বা তার বেশি হলে পাশ
 কি রিটার্ন করবে মার্ক ৩৩ এর সমান বা তার বেশি হলে '''
bangla = 50
print(bangla >= 33) # output  True

Less than or equal to <=

bangla = 50
print(bangla >= 33) # output  True
# যদি bangla ১ থেকে ৩২ এর মধ্যে হয় তাহলে কি রিটার্ন করবে
print(bangla <= 32) # Output False

How can we help?