ডেস্কটপে কমান্ড প্রম্প ওপেন করে নিচের কোড রান করি।
ভার্চুয়াল এনভায়র্নমেন্ট তৈরী করি :
virtualenv venv
ডেস্কটপে venv নামে নতুন একটা ফোল্ডার তৈরি হয়েছে

সেটাতে ডাবল ক্লিক করে ভিতরে যান, এরকম কয়েকটি ফোল্ডার দেখবেনঃ

সেখানের Scripts ফোল্ডারটিতে গেলে এই ফাইলগুলো দেখা যাবেঃ

Scripts ফোল্ডারটিতে প্রম্প ওপেন করে activate লিখে এন্টার করি।
একটিভ হয়ে গেলে কমান্ড প্রম্পট বা টার্মিনালের লাইনগুলোর শুরুতে প্রথম ব্র্যাকেটের ভিতর ভার্চুয়াল এনভায়র্নমেন্টের নাম দেখে যাবে!
